কাল সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম, ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের

নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের অবস্থান কর্মসূচি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তার সমর্থকরা।

কাল সকাল ১০টার মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না পেলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

'ঢাকাবাসী'র পক্ষে আজ মঙ্গলবার বিকেলে এই হুঁশিয়ারি দেন সাবেক সচিব মশিউর রহমান। একইসঙ্গে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। 

এরপর, 'ঢাকাবাসী' ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করেন। 

আদালতের রায়ের পর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে ইশরাককে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে।

কিন্তু, ইশরাকের শপথ গ্রহণ বা তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বিক্ষোভ করছেন।

আজ মঙ্গলবার বিক্ষোভের ষষ্ঠ দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা।

বিকেলে 'ঢাকাবাসী'র পক্ষে মশিউর রহমান বলেন, 'আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না পেলে আবারও কাল সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেবো।'

এ সময় সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে 'ঢাকাবাসী'র এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা নগরসেবা বন্ধের ঘোষণা দেন।

 

Comments

The Daily Star  | English

Manifesto for a new Bangladesh on Aug 3

National Citizen Party Convener Nahid Islam yesterday said they will declare the manifesto for a new Bangladesh on August 3 at Central Shaheed Minar.

3h ago