শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কেন নয়: রিজভী

বিশ্বব্যাপী আওয়ামী মার্কা দুর্নীতির কলঙ্ক তিল
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার গায়ের জোরে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না।

আজ মঙ্গলবার দুপুরে খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, 'আইনগতভাবে বিএনপি নেতা ইশরাক পাওয়ার পরেও সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না। সেক্ষেত্রে আইন প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার আছে।'

তার ভাষ্য, 'ইশরাকের পক্ষে আদালতের রায় আছে, তার শপথ নেওয়ার কথা। একই আইনে শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়র হতে পারলে ইশরাক কেন পারবে না।'

রুহুল কবির রিজভী বলেন, 'আজও অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টালবাহনা করছে। তাদের (সরকার) ওপর অর্পিত দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন। তারা যদি সততারভিত্তিতে করে কাজ করতেন তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা করতেন।'

তিনি আরও বলেন, 'অনেক ক্ষেত্রে হাসিনার আমলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায়। এটা জনগণ প্রত্যাশা করে না।'

Comments

The Daily Star  | English
BNP protests for Ishraque Hossain in Dhaka

Ishraque supporters protest in different parts of Dhaka

Protesters assembled at Matsya Bhaban, Kakrail and Jatiya Press Club, demanding that Ishraque be immediately sworn in as the mayor of the DSCC

1h ago