রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৭

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, বিজয় মেলা আয়োজন করা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জাড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম জেলা বিএনপির (উত্তর) আহ্বায়ক গোলাম আকবর খন্দকার ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সূত্র জানিয়েছে, গতকাল থেকে রাউজান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনের কথা ছিল। তবে দুই পক্ষের নেতাকর্মীদের বিরোধের কারণে উদ্বোধন করা সম্ভব হয়নি।

এর মধ্যে আজ বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে বিজয় মেলা উদযাপনের দাবিতে বিক্ষোভ মিছিল মিছিল বের করেন গোলাম আকবরের অনুসারীরা। গিয়াস কাদেরের লোকজন সেই মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়, জানান প্রত্যক্ষদর্শীরা।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি ও গোলাম আকবরের অনুসারী হাসান জসিম গণমাধ্যমকে বলেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করা হয়েছে।

এই ব্যাপারে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ও উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল গণমাধ্যমকে বলেন, আমরা না, সম্ভবত স্থানীয় লোকজন ওই মিছিলে হামলা করেছে। কারণ গোলাম আকবরের অনুসারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিছিলের চেষ্টা করেছিল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'উভয়পক্ষের সাতজন আহতের তথ্য আমরা পেয়েছি। তবে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

রাউজান কলেজ মাঠে বিজয় মেলা উদযাপন নিয়ে সম্প্রতি দুইপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

Comments

The Daily Star  | English

57pc graduates struggle to get jobs: study

Around 57 percent graduates in Public Health discipline face significant challenges in finding jobs in relevant fields, according to a new study by Bangladesh Health Watch (BHW)

5h ago