বিএনপির দুপক্ষের সংঘর্ষ বন্ধে নারীদের সংবাদ সম্মেলন, চান প্রশাসনের সহায়তা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বন্ধে গ্রামের নারীরা এগিয়ে এসেছেন।

উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের গুহরক্ষিতপাড়া দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেন।

এ সময় তারা সংঘর্ষ বন্ধে প্রশাসনের সহযোগিতা চান। পুরো এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পুলিশের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, বর্তমানে নোয়াপাড়ার কয়েকটি গ্রাম পুরুষশূন্য। তারা রাতে গুলির শব্দে নির্ঘুম রাত কাটান। প্রতি রাতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলে মুহাম্মদ কামাল দলবল নিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন।

গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শিরিন বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহনাজ আকতার, মিনু আকতার, শাহিন আকতার, সকিনা বেগমসহ আরও অনেকে।

তারা বলেন, '১৪ নভেম্বরের পর থেকে এই এলাকায় সড়ক দিয়ে মানুষ হেঁটে বাড়ি আসতে পারেন না। গাড়িতে এলেও নামিয়ে হামলা করে প্রতিপক্ষ। নারীদের হেনস্তা করা হচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও গোলাগুলির ঘটনা ঘটছে। এসবের কারণে নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।'

নারীরা আরও বলেন, 'আমরা শান্তি চাই। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।'

Comments

The Daily Star  | English
Protests disrupt city life in Dhaka

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago