পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩

সংঘর্ষের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছবি: সংগৃহীত

পাবনার হেমায়েতপুরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে নিহত জালাল উদ্দিন (৪০) হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে এবং বিএনপি কর্মী।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, 'এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরেই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল।'

'শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা আয়োজন নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়ে। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের সংঘর্ষ হয়,' যোগ করেন তিনি।

ওসি জানান, এ ঘটনায় চারজন আহত হলে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেমের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে মারা যান। জালালের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, 'বিষয়টি শুনেছি। কিন্তু এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি। দলীয়ভাবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Yunus leaves Dhaka for Ctg on first visit as chief adviser

Prof Yunus departed Hazrat Shahjalal International Airport at 8:45am

12m ago