আ. লীগ কার্যালয় এলাকায় বিএনপি, জিরো পয়েন্ট এলাকায় জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিএনপি নেতাকর্মীদের অবস্থান। ছবি: আমরান হোসেন/স্টার

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচি রুখতে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

সকাল থেকে বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করতে দেখা যাচ্ছে।

এদিকে ১২টায় ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি সামনে রেখে সেখানে জড়ো হতে শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী সাংবাদিক আমরান হোসেন জানান, বিএনপির মিছিলগুলোও মাঝে মাঝে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বর ঘুরে আসছে।

নূর হোসেন চত্বরে শিক্ষার্থীরা। ছবি: আমরান হোসেন/স্টার

নূর হোসেন চত্বর থেকে বিএনপি নেতাকর্মীদের তিনজন 'আওয়ামী লীগ কর্মীকে' চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে দেখা গেছে বলেও জানান আমরান।

এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগ কর্মী নূর হোসেন বুকে ও পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক' স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে মারা যান তিনি।

১৯৮৭ সালে তাকে হত্যার এই দিনে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর তা উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ছবি: আমরান হোসেন/স্টার

আওয়ামী লীগের এই কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, তারা কোনো জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে গতকাল শনিবার রাতে বিক্ষোভ হয়েছে গুলিস্তানের জিরো পয়েন্টে।

আজ এখানে 'পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত' শিরোনামে কর্মসূচি দিয়েছে তারা।

 

Comments

The Daily Star  | English

Working to make people true source of all power: CA

He also said his government's responsibility is to bind people into a larger family

1h ago