খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।

আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন এ কথা জানান।

ডা. জাহিদ বলেন, 'সবকিছুই তার (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থার ওপর নির্ভর করছে। তার স্বাস্থ্য যদি ভ্রমণের উপযোগী হয় তাহলে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে।'

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারসিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত জুনে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

এর আগে সেপ্টেম্বরে ডা. জাহিদ বলেছিলেন, 'বিএনপি চেয়ারপারসনকে কীভাবে বিদেশে নেওয়া হবে, তাও ঠিক করা হয়েছে। আইনগত যে জটিলতা আছে, সেটা নিয়ে বর্তমান সরকারের সঙ্গেও কথা বলেছি।'

'এখন শুধু উনার শারীরিক সুস্থতার ওপর নির্ভর করবে নিয়ে যাওয়া। যখন তিনি উড়োজাহাজে থাকেন, বিশেষ করে টেকঅফ ও ল্যান্ডিংয়ের সময় তার হার্টের সমস্যা, লিভারের সমস্যা এবং কিডনির জটিলতাগুলো আছে, সবকিছু মিলিয়ে চিকিৎসকরা এখনো মনে করছেন যে ১২-১৩ ঘণ্টা জার্নি তিনি করতে পারবেন কিনা,' বলেন এই চিকিৎসক।

 

Comments

The Daily Star  | English
Bangladesh asks India not to interfere in internal affairs

Dhaka asks New Delhi not to interfere in Bangladesh's internal affairs

Foreign Secretary Jashim Uddin briefed journalists following the Foreign Office Consultation between Bangladesh and India

3h ago