চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

উপজেলার নোয়াপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে গুলিবিদ্ধ দুইজনের পরিচয় জানাতে পারেননি তিনি।

সূত্র জানিয়েছে, রাউজান উপজেলা বিএনপি এক পক্ষের নেতৃত্বে আছেন দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং আরেক পক্ষের নেতৃত্বে আছেন ভাইস চেয়ারম্যান খন্দকার গোলাম আকবর চৌধুরী। গত আগস্ট থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ পর্যন্ত কমপক্ষে ছয়বার সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। দুর্গাপূজা উপলক্ষে গিয়াস উদ্দিন ও গোলাম আকবর এলাকায় আছেন এবং তারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। দুপক্ষের নেতাকর্মীরাও উপজেলার বিভিন্ন স্থানে তাদের শক্তি জানান দিচ্ছে।

Comments