অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চাই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার ফাইল ফটো

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত সংলাপ চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে সরকার কীভাবে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করবে অতিদ্রুত সেই রোডম্যাপ প্রকাশেরও দাবি জানিয়েছেন তিনি।

আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, 'অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সরকারের ওপর আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সকলেরই আস্থা আছে। কিন্তু অবশ্যই সেটা একটা সময়ের মধ্যে করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে। তা না হলে যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে।'

'আমি আবার বলতে চাই যে, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই অতিদ্রুত জনগণের চাহিদা পূরণ করার জন্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। দ্রুত নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।'

ফখরুল বলেন, 'আমি নির্বাচন কথাটার ওপর জোর দিতে চাই। এই যে সংস্কারের বিষয়টা এসেছে, সবসময় আসছে সেই সংস্কারের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কার আসবে একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে। এর কোনো বিকল্প নেই।'

'কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দিলেন, এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সংস্কার আসতে হবে।'

'অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ চাই'

মির্জা ফখরুল বলেন, 'আমরা বিশ্বাস করি, এখন যারা অন্তর্বর্তী সরকারে কাজ করছেন তারা সবাই আন্তরিক, যোগ্য মানুষ। কিন্তু আমরা এটাকে আরও দৃশ্যমান চাই।'

'আমরা দেখতে চাই যে, প্রধান উপদেষ্টা কী করতে চান তা তিনি অতিদ্রুত জনগণের সামনে উপস্থাপন করবেন। একটা রোডম্যাপ দেবেন যে, কীভাবে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। কীভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে জনগণকে স্বস্তি দিয়ে নির্বাচনের দিকে এগুবেন।'

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা হয়। ২০১৫ সালের ২৭ আগস্ট মারা যান তিনি।

মির্জা ফখরুল বলেন, 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডাভিত্তিক আলোচনা হয়নি। রাজনীতি ছাড়া তো এটা হবে না। রাজনৈতিক দলগুলোর মতামত তো আনতে হবে। যারা রাজনীতি করছেন তাদের সাথে অবশ্যই মতবিনিময় করতে হবে।'

তিনি বলেন, 'ছা্ত্র নেতৃবৃন্দ যারা আজকে সহযোগিতা করছেন তাদের কাছে আমাদের অনুরোধ বিপ্লবকে যেন সুসংহত করা হয়, প্রতিবিপ্লব যেন না ঘটে। আমরা যেন একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি সেই বিষয়ে তাদেরকে সজাগ থাকতে হবে।'

Comments

The Daily Star  | English

Bangladeshi card spending falls in India, rises in Thailand, Singapore

Credit card spending by Bangladeshi citizens in India has plummeted in recent months while it is rising in Thailand and Singapore, according to central bank data.

7h ago