দ্রুত ন্যূনতম ঐকমত্য, তার ভিত্তিতে অতিদ্রুত নির্বাচনের প্রত্যাশা বিএনপির

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা আশা করব, খুব দ্রুত এই সংস্কারের ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে। সেটার ওপর ভিত্তি করে অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।'

আজ শনিবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যাশার কথা জানান।

ফখরুল বলেন, 'প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছিলেন। এই সভায় তিনি সংস্কারের যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সেই ব্যাপারে কথা বলেছেন।'

'রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন, এই সংস্কারের যে রিপোর্ট কমিশনগুলো জমা দিয়েছে, সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো কথা বলবে কমিশনের সঙ্গে এবং ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে,' যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, 'আমরা আগেই বলেছি, জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।'

Comments

The Daily Star  | English
Israel's attack on Iran 2025

Iran state TV hit in Israeli attack on Tehran, resumes broadcast soon after

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

15m ago