আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে
গত ১৮ জুলাই ঢাকার সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থসহ দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড মঞ্জুর হওয়া অন্য আরেকজন হলেন রেজাউল হাসানাত ডেভিড।
আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ মিয়া তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সুলতান সোহাগ উদ্দিন তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পার্থ একাত্মতা ঘোষণা করেছেন এবং সেতু ভবনে আগুন দেওয়ার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের অর্থায়নে ডেভিডের সক্রিয় ভূমিকা ছিল। তাই ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাদের রিমান্ডে নেওয়া দরকার।
নিজেকে নির্দোষ দাবি করে পার্থো আদালতকে বলেন, তিনি অপরাধের সঙ্গে জড়িত নন। ডেভিডের আইনজীবী দাবি করেন, তার মক্কেল ১৩ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বিদেশে ছিলেন।
উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিদের জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার রাতে আন্দালিব রহমান পার্থকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments