ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে

নিউমার্কেট, কোটা সংস্কার আন্দোলন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, রিমান্ড,
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আদালতে কর্মরত এক উপ-পরিদর্শক (এসআই) দ্য ডেইলি স্টারকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিপ সকাল ৯টার দিকে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুর রহমান এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাই অপরাধের জন্য দায়ী পলাতক অন্য আসামিদের গুরুত্বপূর্ণ সূত্র ও অবস্থান খুঁজে বের করতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

তবে আসামিপক্ষ আদালতের কাছে শুধু হয়রানি করার জন্য তাদের মক্কেলকে এ মামলায় জড়ানো হয়েছে মর্মে রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন। তারা উল্লেখ করেন, তাদের মক্কেলের বয়স এখন ৭৭ বছর এবং তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তাই সামাজিক অবস্থান, বার্ধক্যজনিত নানা জটিলতাসহ অন্যান্য কারণ বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হোক।

উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আদেশ দেন।

নিউমার্কেটের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ (৪৫) গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হন।

এ ঘটনায় গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আমির হোসেন আমুসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্বজন আব্দুর রহমান।

এই মামলায় গতকাল রাজধানীর উত্তরা এলাকা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Comments

The Daily Star  | English

‘Syria is ours and not Assad family's’

Celebrations across Syria as rebels oust Assad; president ‘flees country’; nations urge stability

7h ago