ঢাকায় বিএনপির সমাবেশ আজ, কর্মসূচি আওয়ামী লীগেরও

৭ জানুয়ারি নির্বাচনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো একই দিনে কর্মসূচি ডেকেছে বিএনপি ও আওয়ামী লীগ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ঢাকায় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। একই সময়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

গত ২৬ জুন খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা রয়েছে দলটির।

অন্যদিকে, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় ১.৬ কিলোমিটার দূরে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৭ জানুয়ারি নির্বাচনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো একই দিনে কর্মসূচি ডেকেছে বিএনপি ও আওয়ামী লীগ।

গত ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে রাজধানীতে কালো পতাকা মিছিল করে বিএনপি। একই দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর 'অগণতান্ত্রিক কর্মকাণ্ডের' প্রতিবাদে দেশব্যাপী সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ।

এর আগে গত বছরের ডিসেম্বর থেকে নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে সাধারণ নির্বাচনের দাবিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচির ডাকার পর একইদিনে ক্ষমতাসীন আওয়ামী লীগও 'শান্তি সমাবেশ' করেছে।

Comments