ট্রেন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু

ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহার-বোনারপাড়া রুটে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের পাঁচটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকার আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, রোববার রাত ৯টার দিকে বগুড়ার গাবতলী রেলস্টেশনের কাছে সান্তাহার থেকে বোনারপাড়াগামী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বগি লাইনচ্যুত হওয়ায় বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্টেশন মাস্টার আরও বলেন, বগি উদ্ধারে একটি ট্রেন গাবতলী স্টেশনে যায়।

Comments