কুমিল্লায় বিএনপি-পুলিশ সংঘর্ষের মামলায় ব্রিটিশ নাগরিক কারাগারে
কুমিল্লায় বিএনপির ডাকা হরতালের দিন সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া মো. ইলিয়াস মুকিতের (৪২) পৈত্রিক বাড়ি কুমিল্লার রাজগঞ্জে। তিনি জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাকে মামলায় আসামি করা হয়েছে।
কতজনকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ইলিয়াস মুকিতের শ্যালক আব্দুল গাফফার রুবায়েত দ্য ডেইলি স্টারকে বলেন, সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশে আসেন ইলিয়াস মুকিত। কুমিল্লার রাজগঞ্জের হাজী হারুন টাওয়ারের একাংশের মালিক তিনি। সম্পত্তির মালিকানা নিয়ে আত্মীয়দের সঙ্গে তার বিরোধ আছে।
রুবায়েতের দাবি, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নেই ইলিয়াস মুকিতের। এমনকি তিনি পরিষ্কারভাবে বাংলাও বলতে পারেন না। তিনি অনলাইনে ব্রিটিশ শিক্ষার্থীদের ট্যাক্স ল পড়ান। তাকে মিথ্যা অভিযোগে মামলায় জড়ানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা দ্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইলিয়াস মুকিতকে তারা চেনেন না। তিনি বিএনপি করেন না।'
ইলিয়াস মুকিতের আইনজীবী আনোয়ার হোসেন মজুমদার বলেন, আমরা অন্তর্বর্তী জামিনের জন্য আদালতে আবেদন করেছি। জেলা জজ হেলাল উদ্দিন ৬ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।
Comments