আন্দোলন নয়, সরকার পরিবর্তনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

home minister
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ফটো

সরকার পরিবর্তন করতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিএনপি একের পর এক সমাবেশ, একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা এক কথা বলছে, তারা এভাবে লাগাতার কর্মসূচি দিয়ে যাবে। তারা যেটা চাচ্ছেন যে, সরকার পতন। আমরা সব সময় বলে আসছি, সরকার পতন করতে হলে, চেঞ্জ করতে হলে এই ধরনের আন্দোলন কিংবা ষড়যন্ত্র করে কোনো দিন সরকার চেঞ্জ হবে না। নির্বাচনে আসতে হবে।'

বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের যে তারিখ ঘোষণা করবেন সেখানে নির্বাচনে আসবেন। দেশের মানুষ যদি আপনাদেরকে ভোট দেয়, জয়যুক্ত হলে আপনারা সেখানে যাবেন।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও আগে ২০১৪-১৫ সালে আপনারা দেখেছেন—তাদের আন্দোলনের মাত্রাটা ছিল কতখানি। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ হত্যা করেছে, মানুষ পুড়িয়েছে। সেটাই আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছে, হয়তো তারা সেখানেই যেতে পারে। আমরা মনে করি, তারা এই ধরনের একবার ভুল করেছেন, আবার ভুল করলে এ দেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না।'

বিএনপির গণসমাবেশে ১০ লাখ মানুষ অবস্থান করবে—এমন গোয়েন্দা তথ্য আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, 'আমরা শুনেছি। বিএনপি নেতারা যেভাবে বলছেন, এগুলোর ওপর ভিত্তি করেই হয়তো এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশৃঙ্খলা রোধে প্রস্তুত আছে সরকার; কী ধরনের প্রস্তুতি আছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ দেশের জনগণ কোনো অন্যায়, কোনো অত্যাচার মেনে নেয়নি। কাজেই এ দেশের জনগণই এর জবাব দিয়ে দেবে।'

নির্বাচন কমিশন তাদের আঞ্চলিক অফিসগুলোর নিরাপত্তা বাড়াতে আপনাদের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে। তারা হামলার আশঙ্কা করছেন। এটা নজিরবিহীন, তফসিল ঘোষণার আগে এ রকম চিঠি দেয় না—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান বলেন, 'এটা নির্বাচন কমিশন সব সময় বলে থাকে, যখন নির্বাচন আসে তাদের অফিসগুলোতে যেন নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং সেটার ব্যবস্থা আমাদের নিরাপত্তা বাহিনী করবে।'

Comments

The Daily Star  | English

Dhaka cannot engage with non-state actors: foreign adviser

Md Touhid Hossain also emphasised that peace and stability in the region would remain elusive without a resolution to the Rohingya crisis

36m ago