লুটেরাবান্ধব সরকারি নীতিতে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে: সিপিবি

সিপিবি

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

আজ সোমবার এক বিবৃতিতে তারা বলেছেন, 'সিন্ডিকেট তথা অসাধু চক্র ও লুটেরাবান্ধব সরকারি নীতি অর্থাৎ লুটেরাদের তোষণ করার কারণে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। সরকার কিছু নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের কথা বললেও এবং দাম বেঁধে দিলেও তা ব্যর্থ হচ্ছে। এটাই স্বাভাবিক।'

বিবৃতিতে নেতারা বলেন, 'দেশের অধিকাংশ সাধারণ মেহনতি মানুষের আয় কমে গেছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে প্রয়োজনীয় খাদ্যগ্রহণ না করেই বেঁচে থাকতে হচ্ছে সাধারণ মেহনতি মানুষদের। দিন দিন অসহায় মানুষের সংখ্যা বাড়ছে। সিন্ডিকেটের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিম, ডাব সিন্ডিকেট পর্যন্ত নিমিষে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।'

তারা আরও বলেন, 'ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি হয়েছে। ডেঙ্গু রোগী বেড়ে গেলেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না এবং পেলেও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছে মানুষ, যা মানুষের জীবনকে অসহায় করে তুলেছে। ভেজাল খাবার আর মানহীন ওষুধের দৌরাত্ম্য বেড়ে চলেছে। এ অবস্থা থেকে উত্তরণে যথাযথ ব্যবস্থা না নিয়ে, সরকার বাজার সিন্ডিকেটের সঙ্গে আপস করে চলেছে। তাদের স্বার্থই রক্ষা করছে। তাই মূল্য নির্ধারণ করে দিলেও তার বাস্তবায়ন নেই।'

'সংকট উত্তরণে সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুসহ গণ-বণ্টন ব্যবস্থার দাবি থাকলেও এসব বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই । বরং ফ্যামিলি কার্ডে দেওয়া পণ্যের সংখ্যা কমানো হচ্ছে', যোগ করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, `গণশুনানি বন্ধ করে সিলিন্ডারের গ্যাস, বিদ্যুৎ, পানির অযৌক্তিক মূল্য বৃদ্ধিও সাধারণ মানুষকে অসহায় করে তুলেছে।'

বিবৃতিতে নেতারা চলমান ভোটাধিকারের আন্দোলনের সঙ্গে দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মানুষের 'জান বাঁচানোর' আন্দোলন জোরদার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

২০ সেপ্টেম্বর সিপিবির সংবাদ সম্মেলন

`দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে এবং বিকল্প করণীয়' তুলে ধরতে সিপিবি আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক, অর্থনীতিবিদ অধ্যাপক এম. এম আকাশ।

সংবাদ সম্মেলন থেকে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

32m ago