চিকিৎসা নিতে বিদেশে যাওয়া বিএনপি নেতাদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী
চিকিৎসা নিতে বিদেশে যাওয়া বিএনপি নেতাদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গণমাধ্যমকর্মীরা প্রশ্ন রাখেন—রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকেই চিকিৎসার নামে সিঙ্গাপুরে বৈঠক করার জন্য গেছেন। এ প্রসঙ্গে রিজভী বলেন, 'তারা চিকিৎসার জন্য গেছেন। গুরুতর অসুস্থ নেতৃবৃন্দ। ড. খন্দকার মোশাররফ হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় আজ থেকে এক-দেড় মাস আগে গেছেন। আমাদের দলের মহাসচিব গুরুতর অসুস্থ, তাকে প্রায়ই যেতে হয় চিকিৎসার জন্য। জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, তিনি গুরুতর অসুস্থ। তাকেও প্রায়ই চেকআপের জন্য যেতে হয়। এটা নিয়ে খামোখা বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, এটা ঠিক নয়। তারা গেছেন চিকিৎসার জন্য।'
আরও বলা হচ্ছে, আগামী নির্বাচনে আপনারা যদি আসেন, সেই রূপরেখা কী হবে বা ছোট কোনো সরকার গঠন হবে কি না সেই সিদ্ধান্ত নিতে তারা সিঙ্গাপুরে গেছেন—গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, 'এটি সম্পূর্ণ রূপে অসত্য, মনগড়া এবং বানোয়াট।'
রিজভী বলেন, 'জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা এবং গান আজও প্রাসঙ্গিক। আজকে অধিকারহারা, গণতন্ত্রহারা, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, যেখানে কথা বলার স্বাধীনতা নেই। একটি ভয় এবং আতঙ্কের পরিবেশের মধ্যে আমাদের প্রতিদিন অতিবাহিত হচ্ছে। সেখানে এখনো আমাদের কাছে প্রেরণা ও উদ্দীপনার স্থল হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।'
'আমরা যখন মিছিল করি, তখন আমাদেরকে প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা যখন স্লোগান দেই, তখন আমাদেরকে প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। আমরা যখন কারাগারে যাই, তখন আমাদেরকে প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম। এই মহান জাতীয় কবির প্রয়াণ দিবসে আজকে আমরা তাকে গভীরভাবে স্মরণ করি,' বলেন রিজভী।
তিনি আরও বলেন, আমাদের এখনো বিজয় অর্জন করতে হবে। ফ্যাসিবাদের এক দুঃশাসন ও দুঃসময়ের মধ্যে আমরা বাস করছি। এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের একটি অন্যতম প্রেরণা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দি। দেশনায়ক তারেক রহমান দেশে আসতে পারছেন না। শত শত নেতাকর্মী কারাগারে বন্দি শুধুমাত্র গণতন্ত্রের জন্য কথা বলায়। গণতন্ত্রের পক্ষে স্লোগান ধরায় তাদের নামে মিথ্যা মামলা, গায়েবি মামলা!'
'একটি স্বাধীন দেশ, এখানে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। ২ লাখ নারী সম্ভ্রম হারিয়েছে। সেই দেশে তো এ রকম হওয়ার কথা ছিল না! জোর করে এই কাজগুলো করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য,' যোগ করেন তিনি।
Comments