বিএনপির উদ্দেশ্য জনদুর্ভোগ সৃষ্টি করা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি ও এর সহযোগী দলগুলো দেশকে অস্থিতিশীল করে জনগণের দুর্ভোগ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কর্মসূচি পালন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি ও এর সহযোগী দলগুলো দেশকে অস্থিতিশীল করে জনগণের দুর্ভোগ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কর্মসূচি পালন করছে।

তিনি বলেন, সরকার রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করার অবস্থান বজায় রেখেছে। কিন্তু এই ধরনের কর্মসূচির ফলে সহিংসতা, সম্পদের ক্ষয়ক্ষতি, হত্যার চেষ্টা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করবে।

আজ সন্ধ্যায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও গতকালের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বক্তৃতা দিতে দেওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিএনপি ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। যদিও তারা বলেছিলেন তাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ হবে। বিএনপির নেতাকর্মীদের হামলায় ৩১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪ সালে সারা দেশে বিএনপির অগ্নিসন্ত্রাসের কারণে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হয়েছিল।

আবার একই রকম পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করে তিনি বলেন, বিএনপি আবার একই কাজ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের জনগণ ব্যবস্থা নেবে এবং দায়ীদের জবাবদিহি করতে হবে।

 

Comments

The Daily Star  | English
44th BCS written exam result

Languishing in BCS LOOP

Imam Hossein had applied for the 41st Bangladesh Civil Service (BCS) exams in November 2019, just months after completing his master’s from Jagannath University.

6h ago