আজ আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিএনপির পদযাত্রা
নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি শুরু করতে রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় জড়ো হতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা।
উত্তরার আবদুল্লাহপুর থেকে পদযাত্রা শুরু করে বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী গিয়ে মিছিলটি শেষ হবে।
আব্দুল্লাহপুরের পলওয়েল সুপার মার্কেটের সামনে সমাবেশের পর পদযাত্রা শুরু করবে দলটি।
সরকারের পদত্যাগের দাবিতে গতকাল রাজধানী ও বিভিন্ন জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলায় এক কর্মী নিহত ও ৩৫০ জনের বেশি আহত হয়।
এছাড়া বগুড়া, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, পিরোজপুর ও জয়পুরহাটে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৫৭ পুলিশ সদস্য ও ক্ষমতাসীন দলের ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
সরকার পদত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচন নির্দলীয় প্রশাসনের অধীনে হওয়ার জন্য তাদের এক দফা দাবিতে বিএনপি দেশব্যাপী বিক্ষোভের সময় এই ঘটনা ঘটে।
দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপির সমমনা দলগুলোও।
এর আগে গত ১২ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে 'একদফা আন্দোলন' ঘোষণা করেন।
এক দফা দাবি আদায়ের প্রথম কর্মসূচির অংশ হিসেবে তিনি ১৮ ও ১৯ জুলাই দুই দিনের দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
Comments