অপপ্রচার চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

গুলশানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

অপপ্রচার চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার রাজধানীর গুলশানে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, 'বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও সুনির্দিষ্ট চক্রান্ত চলছে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিশ্চিহ্ন করার। এই জিনিসগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে।'

তিনি বলেন, 'বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে প্রতিবার। বিএনপি ধংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। ১৫ বছর প্রতি মুহূর্তে বলা হয়েছিল বিএনপি শেষ। কিন্তু লোভ-লালসার ঊর্ধ্ব উঠে আমাদের নেতারা একজোট হয়ে ছিল।'

মির্জা ফখরুল বলেন, 'কারাগারে বিএনপি নেতাদের টাকার লোভ দেখানো হয়েছে, কেউই যায়নি। এটা দলের শক্তি।'

'তারেক রহমানের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, যা অ্যালার্মিং। একটা মারাত্নক আক্রমণের শিকার আমরা। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের ওপর পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় করবার জন্য, বিএনপিকে গুঁড়িয়ে দেওয়ার জন্য,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'সবচেয়ে মারাত্মক যেটা সেটা হচ্ছে প্রথমবারের মতো এবার আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে আক্রমণ হয়েছে। তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে ছোট করে কথা বলা হয়েছে।'

ফখরুল বলেন, 'বিএনপির বিরুদ্ধে মিথ্যা ক্যাম্পেইনের জবাব সাথে সাথে দিতে হবে। দলের মধ্যে বারবার বলেছি, কিন্তু সেরকম গুরুত্ব পায়নি।'

'এখন মিডিয়া পাল্টে যাচ্ছে। এখন খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়াই শুধু আমাদের প্রভাবিত করছে না। আমাদের সোশাল মিডিয়া প্রচণ্ড প্রভাবিত করছে মানুষকে। সেইসঙ্গে সাইবার ওয়ার্ল্ডের যুদ্ধ, সেই যুদ্ধের জন্য প্রস্তুতির ব্যাপারে বারবার বলেছি। এ জায়গায় আমরা খুব দুর্বল। এই জায়গাটি আরও সবল করা দরকার,' বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, 'আইটি সেক্টরে তরুণদের আরও বেশি যুক্ত হওয়া দরকার। কারও অনুমতির অপেক্ষায় থাকার দরকার নাই। যে ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনগুলোর উত্তর সাথে সাথে দেওয়ার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।'

'বিএনপির বড় দুর্বলতা বই না পড়া' উল্লেখ করে ফখরুল বলেন, 'আমাদের খুব বড় দুর্বলতা আছে। এটা স্বীকার করবেন কি না জানি না। আমরা পড়তে চাই না। পড়াশোনা আমাদের কাছে বিষয় না। এটাকে বদলাতে হবে। পড়তে হবে আমাদের সবাইকে।'

'পড়াশোনা যত ভালো হবে, লড়াইটা তত শক্তভাবে করা যাবে। এই কথা আমাদের মনে রাখতে হবে। পড়তে হবে আমাদের সব বিষয়ে। ওরা কী বলছে সেটাও পড়তে হবে, ওরা কোন জায়গায় আক্রমণ করছে সেটাও জানতে হবে, একইসঙ্গে এর জবাব কী হবে তাও জানতে হবে,' বলেন বিএনপি মহাসচিব।

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

2h ago