লালমনিরহাট

বিএনপির পদযাত্রায় আ. লীগ কর্মীদের হামলার অভিযোগ, আহত ৬

স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির ৬ কর্মী আহত হয়েছেন বলে জানান ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির।

শনিবার সকাল ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির  (৫২), বিএনপি কর্মী আশরাফ হোসেন (৩৮), আমিনুর রহমান (৫০), সাদেকুল ইসলাম (৩০), মাইদুল ইসলাম (৩২) ও আজিজুল ইসলাম (৩৫)।

ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হুমায়ুন কবির আজ সন্ধ্যায় ডেইলি স্টারকে বলেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে পদযাত্রা শুরু করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তিনিসহ বিএনপির ৬ কর্মী আহত হন।

'নিরাপত্তা না থাকায় আমরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারিনি। আমরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি,' তিনি বলেন।

তবে ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল ফজল ডেইলি স্টারকে বলেন, তারা কোনো বিএনপি কর্মীর ওপর হামলা করেননি। তাদের সাথে বিএনপি কর্মীদের কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ফকিরপাড়ায় বিএনপি- আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো সংঘর্ঘের ঘটনা ও আহত হওয়ার খবর তারা পাননি। এ ঘটনায় সন্ধ্যা ৭টা পযর্ন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

BNP hosts discussion on first anniversary of July uprising

Leaders recall sacrifices, call for unity at Dhaka gathering

1h ago