চলতি মাসে আ.লীগ প্রতিনিধি দলের নয়াদিল্লি সফর

বুধবার সন্ধ্যায় বিজেপির পররাষ্ট্র বিষয়ক বিভাগের ইনচার্জ বিজয় চৌথাইওয়ালে সাংবাদিকদের এ কথা জানান।

বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে মতবিনিময় করতে চলতি মাসে ভারতের নয়াদিল্লি সফর করবে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

বুধবার সন্ধ্যায় বিজেপির পররাষ্ট্র বিষয়ক বিভাগের ইনচার্জ বিজয় চৌথাইওয়ালে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, 'জগৎ প্রকাশ নাড্ডা ঘোষণা করেছেন, বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী-কেন্দ্র) প্রতিনিধি দল বিজেপির আমন্ত্রণে অদূর ভবিষ্যতে ভারত সফর করবে।'

'সফর সম্পর্কে বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে', যোগ করেন তিনি ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০ জুলাইয়ের কাছাকাছি সময়ে আওয়ামী লীগের প্রতিনিধি দল নয়াদিল্লি যেতে পারে। তাদের সঙ্গে নাড্ডার বৈঠক হবে দিল্লিতে বিজেপির জাতীয় সদর দপ্তরে।

আওয়ামী লীগ প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকার সম্ভাবনা আছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

বিজয় চৌথাইওয়ালে বলেছেন, বাংলাদেশসহ ১২টি দেশের মিশন প্রধানরা আজ বিজেপির সদর দফতর পরিদর্শন করেছেন এবং নাড্ডার সঙ্গে কথা বলেছেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সফরের আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চলতি মাসের মাঝামাঝি সময়ে নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments