আ. লীগ নির্বাচন-গণতন্ত্রে বিশ্বাস করে না: ফখরুল

বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

এদিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নব ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতারা জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরে শ্রদ্ধা নিবেদন করে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগ তো নির্বাচনেই বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ; বিশেষ করে এই সরকার, তারা অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধবংস করে তাদের যে পুরনো লক্ষ্য—সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের ন্যায় একটি শাসন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে চায়।'

'সেই লক্ষ্যে তারা ২০১৪ সালেও নির্বাচনকে সম্পূর্ণভাবে একটা প্রহসনে পরিণত করেছে, নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালে নির্বাচনের আগের রাতে ভোট করে নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণ সেখানেও অংশগ্রহণ করেনি,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে জনগণ অংশ করছে না, ভোটররা কেন্দ্রে যাচ্ছে না। সম্প্রতি যে ভোট হয়ে গেল (চট্টগ্রামে উপনির্বাচন), সেই ভোটে মাত্র ১৪ শতাংশ মানুষ ভোট দিতে গেছে। সুতরাং জনগণ বোঝে, মানুষ বোঝে, গোটা বিশ্ব বোঝে এই সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই কোনো সুষ্ঠু-অবাধ নির্বাচন হবে না। জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। সেই কারণেই আজকে আওয়ামী লীগ এসব (বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে) কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়।'

তিনি আরও বলেন, 'বিশেষ করে, বিদেশে তাদের ভাবমূর্তি ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সেই ভাবমূর্তি তৈরি করতে চায় কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি, জনগণ দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করবে এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।'

সিটি নির্বাচনে বিএনপির অনেক স্থানীয় নেতা প্রার্থী হচ্ছেন, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, 'আমরা খুব স্পষ্টভাবে বলে দিয়েছি যে, কোনো রকমের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। মেয়র নির্বাচন বলেন আর কাউন্সিলর নির্বাচন বলেন সেখানে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না।'

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

5h ago