সিলেটে ১৪০ কেন্দ্রে ৪৭ হাজার ভোটে এগিয়ে নৌকার আনোয়ারুজ্জামান

আনোয়ারুজ্জামান
সকালে পাঠানটুলায় শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভোট দেওয়ার পর নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি: শেখ নাসির/স্টার

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বড় ব্যাবধানে এগিয়ে আছেন।

আজ বুধবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে জালালাবাদ গ্যাস কো. লি. মিলনায়তনে গণনা শুরু হয়।

রাত ৮টা পর্যন্ত ১১২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আনোয়ারুজ্জামান পেয়েছেন ৮২ হাজার ১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় পার্টির নজরুল ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৯৫৩ ভোট।

এছাড়া, স্বতন্ত্র প্রার্থী বাসগাড়ি প্রতীকের মো. শাহজাহান মিয়া পেয়েছেন ২০ হাজার ৮৯৪ ভোট এবং ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান পেয়েছেন ৮ হাজার ৬৮৪ ভোট।

নগরীর ৪২টি ওয়ার্ডে ১৯০ ভোটকেন্দ্রের ১ হাজার ৩৬৯ ভোটকক্ষে ইভিএম ভোটগ্রহণ হয়। 

নির্বাচনে মেয়র পদে মোট ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

Comments

The Daily Star  | English
tailor injured during July mass uprising fights for dignity

Is respect too much to ask for?

Rasel Alam, 36, a tailor from Mohammadpur, has been fighting two battles since the July mass uprising -- one for his health and another for his dignity.

19h ago