ইসির সঙ্গে আলোচনা অর্থহীন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

আগামী সাধারণ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় আমন্ত্রণ পাওয়ার বিষয়ে বিএনপি বলেছে, এ ধরনের আলোচনা অর্থহীন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

চিঠি পাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা অর্থহীন। আমরা এই নির্বাচন কমিশন গঠনের বিরোধিতা করেছি। তাই কমিশনের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।'

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার জানান, সিইসি চিঠিতে বিএনপির পাশাপাশি তাদের সমমনা দলের নেতাদের মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি আরও জানান, চিঠিতে সিইসি বলেছেন যে কমিশন মনে করে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বা মতবিনিময় হতে পারে। আপনাদের নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানাচ্ছি। সদয় সম্মত হলে দিনক্ষণ আলোচনা করে নির্ধারণ করা যেতে পারে। প্রত্যুত্তর প্রত্যাশা করছি।

Comments

The Daily Star  | English

Tk 2 for a day's labour: Prisons chief pushes to reform inmate pay

"This is why prison-made products are so cheap. But this also makes inmates lose interest in work"

22m ago