সাবেক সিইসি নূরুল হুদা আরও ৪ দিনের রিমান্ডে

নূরুল হুদা। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে আরও ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনায়েদ এ আদেশ দেন।

এর আগে, গত ২২ জুন নূরুল হুদাকে গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে হাজির করা হলে সেদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।

রিমান্ড শেষে আজ তাকে আবার আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।

আদালতে কর্মরত এক উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বিকেল ৩টা ৪০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে নূরুল হুদাকে আদালত কক্ষে আনা হয়। এরপর প্রায় ৪৫ মিনিট ধরে শুনানি হয়। এসময় সাবেক সিইসি নীরব ছিলেন।

কাঠগড়ায় ওঠানোর আগে তার হেলমেট ও হাতকড়া খুলে দেওয়া হয়, তবে গায়ে পুলিশের জ্যাকেট ছিল।

বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে শুনানি শেষে তাকে আবার আদালতের লকআপে নিয়ে যাওয়া হয়।

গত ২২ জুন সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং সাবেক ১০ নির্বাচন কমিশনার ও আরও ১১ জনের বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামল করে বিএনপি।

বিএনপির অভিযোগ, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনকে দামনে রেখে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। তাদের অনেককে গ্রেপ্তার করা হয় অথবা হয়রানি করা হয়েছিল যেন তারা নির্বাচনে অংশ নিতে না পারে।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাভেদ পাটোয়ারী, শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, এনএসআই ও ডিজিএফআইয়ের সাবেক প্রধানদের আসামি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Jamaat rally commences at Suhrawardy Udyan

Supporters continued to arrive at the venue in processions, chanting slogans and carrying banners in support of the demands

1h ago