পাল্টা কর্মসূচি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না: শাহাদাত হোসেন

শাহাদাত হোসেন
নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আর আওয়ামী লীগের কর্মসূচি দেখে দেশের মানুষ হাসে। 

আজ বুধবার বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে। 

আওয়ামী লীগের উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, 'যতই শান্তি সমাবেশ দেন, যতই জনগণের সম্পদ রক্ষার কথা বলেন, জনগণের কাছে তা হাস্যকর হিসেবে পরিচিত হয়।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে। তারা এখন পুলিশ ও আদালতের আশ্রয় নিচ্ছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে।'

'আওয়ামী লীগের ভূমিকা দেখলে মনে হয় আওয়ামী লীগ সরকারে নেই, বিরোধী দলে। তবে পাল্টা কর্মসূচি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপির পদযাত্রা কর্মসূচি হবে আওয়ামী লীগের জন্য শবযাত্রা,' যোগ করেন তিনি। 

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, 'ক্ষমতাসীনরা লুটপাট ও দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার করছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজকে রিজার্ভ শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে পারছেন না। গ্যাসের অভাবে পোশাক উৎপাদন করতে পারছেন না। মানুষের সম্পদ চুরি করে বাইরে নেওয়ার হিসাব আগামী দিনে অবশ্যই দিতে হবে।'

সভায় কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, 'আওয়ামী লীগ আবারও কালো টাকা দিয়ে আরেকটা নির্বাচন করার পায়তারা করছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।'

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান প্রমুখ।

 

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

5h ago