চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ: শাহাদাতসহ গ্রেপ্তার ১৬ জন কারাগারে
চট্টগ্রামে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেপ্তার ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ বিকালে বিএনপির শাহাদাত হোসেনসহ গ্রেপ্তার ১৬ জনকে চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। তবে আদালত আজ রিমান্ডের বিষয়ে কোনো আদেশ দেননি। পরবর্তী শুনানির দিন এ বিষয়ে আদালত আদেশ দেবেন বলে জানা গেছে।’
এ বিষয়ে পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুই মামলায় শাহাদাত হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনিসহ গ্রেপ্তারকৃত অপর ১৫ জনকে আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চকবাজার থানায় দায়েরকৃত চাঁদাবাজির মামলায় শাহাদাত হোসেনকে ১০ দিন এবং হামলা ও সংঘর্ষের দুই মামলায় অপর ১৫ জনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। একই আদালতে আগামীকাল আবেদন দুটির শুনানি হবে।’
আরও পড়ুন:
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন গ্রেপ্তার
চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০, আটক ১৫
Comments