চট্টগ্রাম সিটি নির্বাচন

ফল বাতিল চেয়ে বিএনপি প্রার্থী ডা. শাহাদাতের মামলা

শাহাদাত হোসেন। ফাইল ফটো সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম নগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। আজ বুধবার সকালে যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে তিনি মামলাটি দায়ের করেন।
 
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের কর্মকর্তারা সিটি নির্বাচনে কারচুপি করেছেন। নির্বাচন কমিশন চার হাজার ৮৮৫টি বুথের মধ্যে আমার এজেন্টদের হাতে ২০টি বুথের ফলাফলের প্রিন্টেড কপি দিয়েছেন। বাকি চার হাজার ৮৬৫টি বুথের হাতে লেখা ফলাফল দেওয়া হয়েছে। হাতে লেখা ভোটের ফলাফলের কাগজে তারা কাস্টিং ভোটের সংখ্যা পরিবর্তন করেছে। তারা পাঁচ শতাংশ ভোটের পরিবর্তে ২২ দশমিক পাঁচ শতাংশ লিখেছে।’
 
প্রাথমিকভাবে যখন ফলাফল ঘোষণা করা হয়, তখন বলা হয়েছিল তিনটি কেন্দ্রে আমি কোনো ভোট পাইনি। তিন দিন পরে তারা বলে ২৮টি কেন্দ্রে আমি কোনো ভোট পাইনি। এটি অবাস্তব। ১৭৮টি কেন্দ্রে দেখানো হয়েছে আমি ১০ বা তারও কম ভোট পেয়েছি, এটি অবিশ্বাস্য। এখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। যে কারণে আমি ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন চাই।
 
গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ডা. শাহাদাত একই অভিযোগ তুলেছিলেন। তার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেছিলেন, এই অভিযোগ সত্য নয়। ভোটের ফলাফলের কাগজে প্রকৃত কাস্টিং ভোট দেখানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

4h ago