নয়াপল্টনে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
নয়াপল্টনের সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা। ছবি: স্টার

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সমাবেশে আজ শনিবার দুপুর ২টার পর থেকে কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন।

ক্ষমতাসীন দলের 'উসকানিমূলক পাল্টা' কর্মসূচির প্রতিবাদ, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই সমাবেশ করছে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট।

গণমিছিল, গণ-অবস্থান ও বিক্ষোভ সমাবেশের পর এটি সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি। ঢাকার বাইরে ৯টি বিভাগীয় সদরেও একযোগে সমাবেশ হচ্ছে।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Harris puts Trump on defensive in fiery debate

A former prosecutor, Harris, 59, appeared to get under the former president's skin with a series of sharp attacks, prompting a visibly angry Trump to deliver a stream of falsehood-filled retorts.

3h ago