নয়াপল্টনে বিএনপি কার্যালয় পুলিশের ‘ক্রাইম সিন’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে 'ক্রাইম সিন' হিসেবে বিবেচনা করছে পুলিশ।
আজ রোববার সকালে নয়াপল্টন এলাকায় গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয় হলুদ টেপ দিয়ে ঘেরাও করা হয়েছে। দাঙ্গা পুলিশ সেখানে পাহারা দিচ্ছে।
পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি ফরেনসিক তদন্ত দল সেখান থেকে অপরাধের আলামত অনুসন্ধান করতে দেখা গেছে। একটি দল কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।
জানতে চাইলে ফরেনসিক বিভাগের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে কী ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে, সে ব্যাপারে আমরা তদন্ত করছি। আমরা ১০ ধরনের আলামত সংগ্রহ করেছি। বিধি অনুযায়ী আলামত পরীক্ষার জন্যে পাঠাব। ফরেনসিক থেকে তারা আমাদের রিপোর্ট দেবে, কী ধরনের আলামত দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে।'
এছাড়া, নয়াপল্টনে প্রতিটি গলির মুখে অনেক দাঙ্গা পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। সড়কে একটি জলকামান দেখা গেছে।
বিএনপি অফিসের আশপাশ থেকে রিকশা ও পথচারীদের দূরে সরিয়ে দিচ্ছে পুলিশ। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নয়াপল্টনের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শুধু নিত্যপ্রয়োজনীয় কয়েকটি দোকান খোলা আছে।
সড়কের বিভিন্ন গলির ভেতরের অনেক বাসার গেট বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
নয়াপল্টন থেকে দ্য ডেইলি স্টারের ফটোসাংবাদিক জানান, পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে ব্যারিকেড দিয়েছে। সেখান দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এই সড়কে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। তবে কিছু রিকশা চলতে দেখা গেছে।
নয়াপল্টনের দুই প্রান্তে নাইটিঙ্গেল মোড় ও আরামবাগ মোড়েও তেমন কোনো যানবাহন চলতে দেখা যায়নি।
Comments