আশুলিয়ায় এনসিপির পদযাত্রায় বিএনপিকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা

ঢাকার আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত পদযাত্রার আগে বিএনপিকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
আজ দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে এনসিপির সমাবেশ মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত এনসিপি নেতারা জানান, দুপুরে একটি মিছিল নিয়ে শ্রীপুর এলাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন নেতাকর্মীরা। সেসময় মিছিলে থাকা কিছু লোক বাইপাইল মোড়ে এনসিপির নির্মাণাধীন মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেয়।
তখন এনসিপি নেতাকর্মীরা প্রতিবাদ করলে বাকবিতণ্ডার পাশাপাশি উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
তবে, বিএনপির কোন ইউনিট বা কাদের সঙ্গে এই বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এনসিপির শ্রমিক উইংয়ের সংগঠক সিফাত আহমেদ ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজকে এখানে বিএনপি ও এনসিপির কর্মসূচি পাশাপাশি এলাকায় হচ্ছে। বিএনপির অনুষ্ঠান হচ্ছে শ্রীপুর এলাকায় আর আমাদের প্রোগ্রাম বাইপাইলে। মূলত বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় একটি পক্ষ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।'
তিনি বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে মঞ্চ তৈরির কাজ শুরু করেছিলাম। সেসময় বিএনপির মিছিল থেকে উসকানিমূলক কথা বলে। জানতে চাইলে তারা আমাদের সঙ্গে মারমুখী আচরণ করে। আমরা চেষ্টা করেছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে।'
যোগাযোগ করা হলে বিএনপির স্থানীয় নেতা ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খরশেদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে আমরা জানি না। আমাদের কর্মীদের নির্দেশনা দেওয়া আছে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করতে।'
জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এনসিপির মঞ্চ হচ্ছে সার্ভিস লেনে। বিএনপির মিছিল নিয়ে যাওয়ার সময় সেখানে কর্মীরা সার্ভিস লেনটি ব্যবহার করতে চায়। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সবাই যার যার মতো চলে যান। তেমন কিছু হয়নি।'
Comments