‘পদত্যাগ করুন, অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আওয়ামী লীগকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় ভারাক্রান্তভাবে চলে যেতে হবে। পালানোর পথ খুঁজে পাবেন না।

আজ শনিবার দুপুরে ঢাকায় বাড্ডায় পদযাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, 'আজকে কোনো বক্তব্য নেই। আজকে আমরা এক নতুন আন্দোলন শুরু করলাম। ঢাকা শহরে নিরব প্রতিবাদের মধ্য দিয়ে, নিরব যাত্রার মধ্য দিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ভয়াবহ, দানবীয় সরকারকে সরে যেতে বাধ্য করবো।'

'আমাদের চালের দাম, ডিমের দাম, তেল-লবণের দাম বেড়ে গেছে। আমার শ্রমিক ভাইরা জীবন-যাপন করতে পারছে না। চাল-ডাল-তেল কিনতে পারছে না। কথা বলতে গেলেই গ্রেপ্তার, প্রতিবাদ করতে গেলেই মামলা। মিথ্যা মামলা, গায়েবি মামলা দিয়ে বিরোধী সব দলকে আটক করে রাখা হচ্ছে। সারা বাংলাদেশকে এরা কারাগারে পরিণত করেছে,' বলেন তিনি।

ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে মন্তব্য করে তিনি বলেন, 'আমরা বলেছি, এই সরকার থাকলে কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না। সেই কারণে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে, এই সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণ তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, সরকার নির্বাচন করবে, সেই সরকার দেশ পরিচালনা করবে।'

'পদযাত্রার মধ্য দিয়ে সরকারকে জানিয়ে দিতে চাই, আর কাল বিলম্ব নয়। অবিলম্বের পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন এবং নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন। অন্যথায় আপনাদের অত্যন্ত ভারাক্রান্তভাবে চলে যেতে হবে, পালানোর পথ খুঁজে পাবেন না,' আওয়ামী লীগের উদ্দেশে বলেন ফখরুল।

তিনি আরও বলেন, 'আমরা এখন পর্যন্ত প্রতিটি আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণভাবে করছি। আমরা দেখাতে চাই, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এদের পতন ঘটাবো।'

Comments

The Daily Star  | English

Talks with IMF: Consensus likely on exchange rate, revenue issues

Key differences with the International Monetary Fund on revenue generation and exchange rate policies have narrowed during the ongoing discussions in Washington DC, in a development that is likely to trigger the release of the fourth and fifth instalments of the $4.7 billion loan.

9h ago