আ. লীগের প্রেসিডিয়ামে মোস্তফা জালাল মহিউদ্দিন, উপদেষ্টা পরিষদে নাহিদ

নুরুল ইসলাম নাহিদ ও মোস্তফা জালাল মহিউদ্দিন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে বাদ দিয়ে নুরুল ইসলাম নাহিদকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে। অন্যদিকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীকে সাংগঠনিক সম্পাদক এবং সাখাওয়াত হোসেন শফিককে এই পদ থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রচার ও প্রকাশনা উপ-সম্পাদক আমিনুল ইসলামকে দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে।

আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২২তম জাতীয় কাউন্সিলে এসব পরিবর্তন করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Hasina’s extradition: Dhaka to remind Delhi after certain time

Bangladesh is expecting a reply from India regarding its request for former Prime Minister Sheikh Hasina's extradition and will send a reminder after a certain period if no reply is received from New Delhi, said a spokesperson today

23m ago