পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পঞ্চগড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব আল-আমীন ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'নিহত আব্দুর রশীদ আরেফিন বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের পাঠরাজ হরিপুর গ্রামের খোরশেদ মুহুরির ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন।'
হাবিব আল-আমীন বলেন, 'সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা গণমিছিলে অংশ নিতে পঞ্চগড় বিএনপি কার্যালয়ের সামনে এসে জড়ো হন। দুপুরে সেখান থেকে গণমিছিল নিয়ে তেঁতুলিয়া বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার ঘোষণা দেওয়া হলে পুলিশ বাধা দেয়। এসময় বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ টিয়ারশেল ছুড়লে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।'
'সেসময় ঘটনাস্থল থেকে আব্দুর রশীদ আরেফিনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন', যোগ করেন তিনি।
পঞ্চগড় সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন।'
এ বিষয়ে জানতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিঞার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
তবে সদর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহনাজ আখতার ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।'
Comments