১৭ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলামের উলামা মাশায়েখ সম্মেলন
![হেফাজত হেফাজত](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/10/31/hefajate_islam_logo.jpg)
আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার সকালে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিছ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'শুধু হেফাজত ইসলামের উলামা নয়, আমরা সার্বজনীনভাবে সর্বস্তরের উলামাদের নিয়ে সম্মেলন করব।'
বৈঠকে কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত করা সব মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমিরে হেফাজতের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ এবং পুনর্বিন্যাস করা হয় এবং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মাওলানা তাজুল ইসলামকে আহ্বায়ক এবং মাওলানা মাওলানা লোকমান হাকিমকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে ব্যক্তি উদ্যোগে জাতীয় পর্যায়ের যে কোনো কাজে হেফাজতের পদ-পদবি ব্যবহার না করতে হেফাজতের আমির সংগঠনের সদস্যদের সতর্ক করেন।
এছাড়া জেলা কমিটি গঠন করতে মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।
Comments