জনসভায় অশালীন বক্তব্য, ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে হেফাজতকে আইনি নোটিশ

গত ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: স্টার

জনসভায় নারীদের উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দেওয়ার ব্যাখ্যা চেয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশকে আইনি নোটিশ দিয়েছেন ছয় নারী।

অন্তর্বর্তী সরকার গঠিত নারী সংস্কার কমিশনের সদস্যদের গালিগালাজের জন্য হেফাজতের বিরুদ্ধে কেন মানহানির মামলা করা হবে না, সাত দিনের মধ্যে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে নোটিশে।

লেখক-অ্যাকটিভিস্ট উম্মে রায়হানা, উম্মে ফারহানা, ক্যামেলিয়া শারমিন চূড়া এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ সোমবার অ্যাডভোকেট পলাশের মাধ্যমে এ আইনি নোটিশ দিয়েছেন।

নোটিশে বলা হয়, অন্তর্বর্তী সরকারের নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের প্রকাশ্য জনসভায় অশালীন ভাষায় গালিগালাজ ও মানহানিকর বিভিন্ন বক্তব্য দেশের আইন ও ধর্মের পরিপন্থী। 

নারী সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশে জনসভায় প্রকাশ্যে গালিগালাজ করে অশালীন বক্তব্যে উৎসাহ দেওয়ার জন্য হেফাজতকে দায়ী করা হয়েছে নোটিশে। 

আইনি নোটিশে হেফাজতে ইসলামকে ভিন্নমতের প্রতি চুড়ান্ত অশ্রদ্ধাশীল ও নারীবিদ্বেষী উল্লেখ করে সংগঠনটির সদস্যরা সব মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী নয় এবং তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে মরিয়া হয়ে উঠেছে বলে উল্লেখ করা হয়।

এ অবস্থায়, হেফাজতের বিরুদ্ধে কেন মানহানি মামলা করা হবে না, লিগ্যাল নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে নোটিশে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।

যোগাযোগ করা হলে নোটিশদাতা উম্মে ফারহানা ও নীলিমা দোলা দ্য ডেইলি স্টারকে বলেন, 'হেফাজতে ইসলাম যদি তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় এবং ভবিষ্যতে নারীদের প্রতি এমন অবমাননাকর বক্তব্য দেবে না বলে প্রতিশ্রুতি দেয়, তবে আইনি নোটিশ প্রত্যাহার করা হবে।'

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago