সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয়েছে।
হেফাজতে ইসলামের পল্টন জোনের আয়োজনে আজ শনিবার সকাল ৯টার দিকে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সমাবেশ উপলক্ষে ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হেফাজত কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন।
সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের ভিড়ে ভোর থেকে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সীমিত হয়ে আসে।

আজকের মহাসমাবেশের দাবিগুলোর মধ্যে রয়েছে, হেফাজত নেতাদের নামে সব মামলা প্রত্যাহার, আওয়ামী লীগ নিষিদ্ধ, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করা।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবীব গতকাল বায়তুল মোকাররমের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তাদের দাবি পূরণ না হলে সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
Comments