টি-শার্ট দেখে বিএনপির নেতাকর্মীদের পেটানোর অভিযোগ ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে

Mymensingh.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির নেতাকর্মীদের পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন উত্তর জেলা বিএনপির সদস্য আহম্মেদ তায়েবুর রহমান হিরণ ।

আজ শনিবার সন্ধ্যায় পৌর শহরের হারুন পার্ক ও মাছ মহাল এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।

হিরণ জানান, গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে বিএনপির কর্মী সম্মেলন চলছিল। সভা থেকে কিছু নেতাকর্মী আলাদা রঙের টি-শাট পরিহিত অবস্থায় বাইরে বের হলে তাদেরকে মারধর করেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

এতে মাসুদ (২৫), রাসেল (২৫), সাইদুর (৩৫), সুমন (৩০) ও রিয়াজউদ্দিন (৩২) নামের ৫ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। সুমন হাসপাতালে ভর্তি আছেন।

অভিযোগ অস্বীকার করে গৌরিপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিঠুন ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কোনো নেতাকর্মী বিএনপির লোকজনকে মারধর করেনি।'

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, 'ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুনেছি। কেউ আহত হয়েছে কিনা জানা নেই। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি।'

Comments