হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ: দ্য হিন্দুকে ড. ইউনূস

ড. ইউনূস। ফাইল ছবি: পিআইডি
ড. ইউনূস। ফাইল ছবি: পিআইডি

ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যম দ্য হিন্দুকে এ কথা জানিয়েছেন।

তবে তিনি স্বীকার করেন, নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তার কোনো আপত্তি নেই।

ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার গতকাল সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে। এই সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানান।

উগ্রবাদের উত্থান, দেশের সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত সকল প্রতিবেদনকে তিনি 'প্রোপাগান্ডা' বলে উল্লেখ করেন।

এ ধরনের প্রতিবেদনের বিপরীতে ভারতের বিভিন্ন মহল ও সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন। 

 

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

37m ago