‘বিপিসি ৪৮ হাজার কোটি টাকা লাভের পরও জ্বালানি তেলের দাম বাড়ল কেনো’

ছবি: স্টার

সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, '৮ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) লাভ করেছে ৪৮ হাজার কোটি টাকা। তারপরও অকটেন, পেট্রল ও ডিজেলের দাম কেন বাড়ল?'

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় অর্ধদিবস হরতাল কর্মসূচির পালন শেষে রাজধানীর পুরান পল্টন মোড়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, 'জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি দলের নেতারা তখমা হাজির করলো যে, ডিজেলে খরচ কমাতে হবে, বিদ্যুৎ উৎপাদন কমিয়ে লোডশেডিং দিতে হবে।'

সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরও বলেছেন, 'লুটেরাও হাসিনা সরকার ছাড়ছে না। লুটেরাদের কথা হলো প্রজেক্ট দাও, টাকা দাও। তুমি গরিবকে বিদ্যুৎ দিও না। আমার সেক্রেটারিয়েটে এসি চলবে, গাড়ি চলবে, ভাতা কমানো যাবে না। সুশীল বলে পরিচিত খাদ্যমন্ত্রী পানি ফেলার জন্য বিদেশে যাবেন অর্ধশত কোটি টাকা খরচ করে। জালেম সরকার এটাও বন্ধ করবে না।' 

'সরকার ক্ষমতায় আছে সামরিক-বেসামরিক আমলা আর লুটপাটকারী দেশি-বিদেশি গোষ্ঠীকে সঙ্গে নিয়ে তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। কোনোভাবে তাদের গায়ে হাত দিতে দেবে না। এ জন্য এবারও বাজেটে সাড়ে ৬ লাখ কোটি টাকা যারা পাচার করেছে তাদের ঘাড় ধরে টাকা আদায় না করে কম পয়সায় কর দিয়ে টাকা হালালের কথা বলা হলো। বাংলাদেশে ঋণ খেলাপির পরিমাণ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।'

তিনি বলেন, 'মালিকদের একটা ক্লাব আছে, এ ক্লাব হচ্ছে ক্ষমতার রক্ষক। এরজন্য সরকার মালিকের পক্ষে। সরকারি দলের নেতারা নতুন কথা শিখেছে, বিশ্ব বাজারে দাম বেড়েছে আমরা কি করব? তাদের জিজ্ঞাসা করি বিশ্ব বাজারে যা বেতন, বাংলাদেশের মানুষের কি তাই বেতন? চা-শ্রমিকের দৈনিক মজুরি ১২০ টাকা। আমাদের প্রধানমন্ত্রী ৫ টাকা বাড়ানোর কথা বলেছেন। ৫ টাকায় এক কাপ চা হয়?'

তিনি বলেন, 'জিনিসপত্রের দাম বাড়ানোর কারণ একটাই যেকোনভাবে জনগণের পকেট থেকে টাকা নিতে হবে।'

পল্টন থানায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, ছাত্রনেতা লিটন, শাকিল, সুজনসহ আর অনেকেই থানায় আছেন উল্লেখ করে তিনি বলেন, 'গতকাল রাত ১২টায় হরতালের সমর্থনে পল্টন মোড়ে একটি টায়ার পোড়াচ্ছিল। আমাদের কীর্তিমান পুলিশ বাহিনী তাদের শুধু ধরেনি, অত্যাচারও করেছে। আজ বেলা ১২টা বেজে গেল কেন আমরা দীপক শীলকে দেখতে পাচ্ছি না? আমরা দাবি করছি, অনতিবিলম্বে ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং গ্রেপ্তার করার সময় যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।'

'জ্বালানি তেলের দাম বাড়ানো হলো এ কারণে সরকারের কোষাগার খালি হয়ে যাচ্ছে। খালি না হয়ে উপায় নেই। বিদ্যুৎ উৎপাদন নেই, সঞ্চালন লাইন নেই, ১২ বছরে বিদ্যুৎ উৎপাদনে দিয়েছে ৮৬ হাজার কোটি টাকা। রাতের ভোটে নির্বাচিত পার্লামেন্টে এসব কথা হয়। সংসদ বলছে বিপিসির দুর্নীতি হিসাবের বাইরে।' 

'সরকার ভীত হয়ে ছাত্রনেতাদের গ্রেপ্তার করেছে। শাহবাগে ত্রাসের রাজত্ব কায়েম করলো ছাত্ররা যাতে মাঠে না নামতে পারে। ছাত্ররা যখন সহনশীলভাবে মিছিল করে আসছিল তাদের ওপরও হামলা করা হলো। এতে আহত ৩ জন হাসপাতাল আছে। নাটরে ছাত্রলীগের গুণ্ডারা ব্যানার ফেস্টুন নিয়ে পুড়িয়ে ফেলেছে। কালিয়াকৈরে সভা করতে দেওয়া হয়নি। তেজগাঁওয়ে মিটিং করতে দেওয়া হয়নি', বলেন তিনি।

হরতাল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি মোশরেফা মিশু, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।

এদিকে, জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর পল্টন মোড়, শাহবাগ এলাকায় অর্ধদিবস হরতাল পালনে অবস্থান নেয় বাম গণতান্ত্রিক জোট। এতে ৯টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
 

 

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

8h ago