সীমান্তে নিরাপত্তা ঘাটতি নেই, সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।
আজ মঙ্গলবার রাজশাহীতে কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সীমান্তে পুশ ইন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'পুশ ইন নিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে।'
'বাংলাদেশে অন্য দেশের কেউ অবৈধভাবে থাকলে আমরা তাদের প্রোপার চ্যানেলের মাধ্যমে পাঠাই। তেমনি ভারতকেও আমরা আহ্বান জানাই পুশ ইন না করে প্রোপার চ্যানেলের মাধ্যমে যেন তাদের পাঠানো হয়,' বলেন মো. জাহাঙ্গীর আলম।
প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'আগে যারা মানুষকে অত্যাচার করেছে, এখন তাদের উপর অত্যাচার করলে তো হবে না। আমরা চাই আইনের শাসন। যার যা শাস্তি প্রাপ্য, যার যা সুযোগ সুবিধা প্রাপ্য আমরা সেটুকু তাকে দেবো।'
ঈদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, 'গত ঈদ অনেক ভালোভাবে পালন করা হয়েছে। এই ঈদেও যেন নিরাপত্তা আরও স্ট্যান্ডার্ড হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।'
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা যদি সংবাদকে অতিরঞ্জিত করেন তাহলে প্রতিবেশী দেশ সেটার সুযোগ নেয়। সেই সুযোগটা তাদের দেওয়া যাবে না।'
Comments