চাচাকে জিতিয়ে আনতে যা করা দরকার তাই করব: সাদিক আব্দুল্লাহ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
তিনি বলেছেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রাজনীতি করছি। তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন তার বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি তো আর কেউ নন—আমার চাচা। তাকে জিতিয়ে আনতে যা করা দরকার তাই করব। এখানে তৃতীয় কাউকে সুযোগ দেব না।
আজ মঙ্গলবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এসব কথা বলেছেন।
ভার্চুয়াল বৈঠকে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্য ডেইলি স্টারকে এই কথা জানিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে মেয়র বলেন, রাজনীতি একদিনের নয়। সামনে এমপি নির্বাচন। আমাদেরকে প্রধানমন্ত্রী ও নৌকা মার্কার পক্ষে থাকতে হবে।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীরও বক্তব্য দেন।
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দলের মনোনয়ন চেয়েছিলেন। তবে গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বদলে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবার বরিশাল সিটিতে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন।
Comments