শিক্ষার্থীদের মবের সামনে ভুলবশত এনএসআই কর্মকর্তার নাম বলেছি: ঢাবি প্রক্টর
শিক্ষার্থীদের মবের সামনে ভুলবশত এনএসআই কর্মকর্তার নাম বলে ফেলেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।
আজ রোববার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, 'গতকাল ২৯ ডিসেম্বর রাজু ভাস্কর্য মেট্রোরেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছতে গেলে শিক্ষার্থীদের মবের সামনে ভুলবশত অতিরিক্ত পরিচালক জনাব শাহজাহানের নাম বলে ফেলি। প্রকৃতপক্ষে এনএসআইয়ের কারো সাথে এ বিষয়ে কোনো কথা হয়নি।'
এ ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার ওই গ্রাফিতি জনরোষের প্রতীক হয়ে উঠেছিল।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আজ ভোররাত ৩টার দিকে শ্রমিকরা ক্রেন নিয়ে এসে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেললে শিক্ষার্থীরা তখনই প্রতিবাদ করেন। তারা জানতে পারেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে এটি করা হয়েছে।
ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমদ বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বক্তব্য দিতে ঘটনাস্থলে আসেন। তিনি ব্যাখ্যা করেন যে একজন গোয়েন্দা কর্মকর্তা তাকে ফোনে জানিয়েছিলেন যে গ্রাফিতিতে পুনরায় রঙ করা রাষ্ট্রীয় নির্দেশনা।
তবে একজন গোয়েন্দা কর্মকর্তার নাম উল্লেখ করায় প্রক্টর আজ দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন ভুলবশত তিনি এ নাম বলেছেন।
Comments