বিক্ষোভের পর পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি সরাল এনসিটিবি

নবম-দশম শ্রেণির 'বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের কাভারের গ্রাফিতি (বামে), বইটির অনলাইন ভার্সনে নতুন গ্রাফিতি (ডানে)

নবম ও দশম শ্রেণির 'বাংলা ব্যাকরণ ও নির্মিতি' বইয়ের পেছনের কাভার থেকে 'আদিবাসী' গ্রাফিতি সরিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির ওয়েবসাইটে এখন বইটির যে অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে, সেখানে আগের গ্রাফিতির বদলে 'বল বীর, চির উন্নত মম শির' শীর্ষক নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে।

একদল শিক্ষার্থীর দাবির মুখে গতকাল রাতে এই পরিবর্তন আনা হয়েছে। 'স্টুডেন্টস ফর সভরেনিটি' নামের এই সংগঠনটির যুক্তি, সংবিধানে 'আদিবাসী' শব্দের ব্যবহার নেই। তাদের দাবি, সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই 'আদিবাসী' শব্দটির ব্যবহার যথাযথ নয়।

গতকাল রাতে মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা। এর পরই পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ থেকে গ্রাফিতিটি সরিয়ে দেয় এনসিটিবি।

Comments

The Daily Star  | English

Manifesto for a new Bangladesh on Aug 3

National Citizen Party Convener Nahid Islam yesterday said they will declare the manifesto for a new Bangladesh on August 3 at Central Shaheed Minar.

2h ago