সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, ১ ফায়ার ফাইটারের মৃত্যু

আজ সকাল ৬টার দিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের অবস্থা। ছবি: প্রথম আলোর সৌজন্যে

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় মধ্যরাতে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, সকাল ৮টার দিকে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার ফাইটার মো. সোহানুর জামান নয়ন মারা গেছেন। ছবি: সংগৃহীত

তিনি জানান, সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মো. সোহানুর জামান নয়ন মারা গেছেন। এ ছাড়া, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস কর্মী হাবিবুর রহমান পা কেটে আঘাতপ্রাপ্ত হন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, 'ফায়ার সার্ভিস কর্মী নয়ন পানির পাইপ পাম্পে সংযোগ দেওয়ার জন্য কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সচিবালয়ের আগুন নেভানোর জন্য ১৯টি ইউনিট পাঠানো হয়েছিল। কিন্তু ১০টি ইউনিট ফিজিক্যালি কাজ করেছে। কারণ কিছু গাড়ি ঢোকাতে সমস্যা হচ্ছিল।

তিনি জানান, ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে।

আগুন নিয়ন্ত্রণে এত সময় লাগলো কেন, জানতে চাইলে তিনি বলেন, 'এটি একটি কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিকটেড এরিয়া। সব রুম তালাবদ্ধ ছিল, জানালা লাগানো ছিল। আমরা কাঁচ ভেঙে ভেঙে পানি দিয়েছি। চেষ্টা করেছি যাতে আগুন না ছড়ায়। পাশাপাশি রুমগুলো যত কম ক্ষতিগ্রস্ত হয়।'

 

Comments

The Daily Star  | English
foreign ministry logo.

'Unexpected and unwanted'

The statement comes after Indian MEA spokesperson made a remark regarding the destruction of the Bangabandhu Memorial Museum on Dhanmondi 32 on February 5

9m ago