গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের দলিল গুম কমিশনের প্রতিবেদন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গুম সংক্রান্ত কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে মানুষের প্রতি মানুষের নৃশংসতার অবিশ্বাস্য বিবরণ আছে। গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটি এখন প্রকাশ করা যাচ্ছে না।
ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। ভাষণে নির্বাচনের রূপরেখা ও বিভিন্ন সংস্কার কমিশনের কাজের অগ্রগতির কথাও জানান তিনি।
ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্নখাতে সংস্কারের লক্ষ্যে গুম কমিশনসহ ১৫টি কমিশন গঠন করেছে। এসব কমিশন পূর্ণ উদ্যমে তাদের কাজ করে যাচ্ছে। গুম কমিশন গত পরশু তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড আনুষ্ঠানিকভাবে পেশ করেছে।
তিনি বলেন, 'এটি একটি লোমহর্ষক প্রতিবেদন। মানুষ মানুষের প্রতি কী পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ। অবিশ্বাস্য বর্ণনা। সরকারের আক্রোশের শিকার হয়ে ঘটনাচক্রে যারা এখনো বেঁচে আছেন তারা আজ পর্যন্ত মুখ খুলতে সাহস করছেন না। তাদের ভয় কিছুতেই কাটছে না। তাদের ভয়, ওই জালেমরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে। গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে।'
Comments