ফিলিস্তিনিদের প্রতি সংহতি দিবস

ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতার জন্য জবাবদিহির আহ্বান ড. ইউনূসের

ড. ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত
ড. ইউনূস। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারবিষয়ক জাতিসংঘ কমিটি প্রবর্তিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস আজ মঙ্গলবার।

ড. ইউনূস তার বাণীতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

গাজায় নিরীহ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের রক্ষায় অবিলম্বে যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দেন তিনি।

যেহেতু আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছে, তাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহির আহ্বান জানান অধ্যাপক ইউনূস।

বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তাদের ন্যায়বিচার, স্বাধীনতা ও মর্যাদার জন্য ন্যায্য সংগ্রামকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

A father lost forever

Two-year-old Masura Islam Taskia, daughter of slain lawyer Saiful Islam Alif, remains oblivious to the tragedy that has shaken her family.

3h ago