৫ আগস্টের আগে-পরে কোনো মানবাধিকার লঙ্ঘন গ্রহণযোগ্য নয়: ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার হাইকমিশনার ভলকার তুর্ক। ফাইল ছবি
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার হাইকমিশনার ভলকার তুর্ক। ফাইল ছবি

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেছেন, ৫ আগস্টের আগে বা পরে এবং কারও কোনো মানবাধিকার লঙ্ঘন গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশে সফররত ভলকার তুর্ক আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, 'সকল অপরাধীর বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং বিচার হওয়া উচিত।'

জাতিসংঘ মানবাধিকার কমিশনার বলেন, 'বাংলাদেশের তরুণ-তরুণীরা বঞ্চনার শিকার হয়ে তাদের বক্তব্য প্রকাশ করতে ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে ইতিহাসের অনন্য এই নজিরবিহীন মুহূর্ত সৃষ্টি করেছে।'

'যথেষ্ট ভিন্নমত দমন করা হয়েছে। দেশে যথেষ্ট বৈষম্য, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার ছিল তাদের মূল দাবি,' বলেন তিনি।

ভলকার তুর্ক বলেন, 'এবার ন্যায়বিচার হতে হবে। এবারের সংস্কার অবশ্যই টেকসই হতে হবে, যেন গত কয়েক দশকের অপমানজনক চর্চার পুনরাবৃত্তি না হয়।'

তিনি বলেন, ''শিক্ষার্থীরা আমাকে জানিয়েছে যে তাদের বক্তব্য প্রকাশের জন্য রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় ছিল না।'

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

7h ago